শিক্ষার্থীদের ক্লাসরুম পরিষ্কার করতে হবে-তত্ত্বাবধানে থাকবেন শিক্ষক
শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীর স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। এক্ষেত্রে শিক্ষার্থীরা শিক্ষকের তত্ত্বাবধানে নিজেরাই তাদের শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন সচেষ্ট থাকবে।
এমনই একটি নির্দেশনা ০৫/১০/২০২১ খ্রি: তারিখে জারী করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে।
প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীদের জন্য নিম্নরূপ নিদের্শনা প্রদান করা হয়:
প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকবৃন্দের জন্য নির্দেশনা:
১. প্রতি শ্রেণির জন্য পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, সাবান, বালতি, স্যাভলন/জীবানুনাশক, ডাস্টার (কাপড়ের), বিন, সরবরাহ করতে হবে।
২. "কোন কাজই ছোট নয়"-এ বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের উজ্জীবিত করতে হবে। সে জন্য শিক্ষার্থীদের কাজের ক্ষেত্রে শিক্ষকবৃন্দ উৎসাহ ও সহযোগিতা প্রদান করবেন।
শিক্ষার্থীদের জন্য নিদের্শনা:
১. শিক্ষার্থীরা তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য শিক্ষকের নির্দেশনা অনুযায়ী প্রতি সপ্তাহের ৬ দিনের জন্য ৬টি দলে ভাগ করে নিজ শ্রেণিকক্ষ ও সংলগ্ন বারান্দা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে।
উল্লেখিত পত্র:
২. ক্লাস শেষে যে দলের যে দিন দায়িত্ব থাকবে তারা নিজ শ্রেণিকক্ষ সেদিন পরিষ্কার করে শ্রেণিকক্ষ ত্যাগ করবে।
প্রদত্ত নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানানো হয়েছে।
শিক্ষার্থীদের ক্লাসরুম পরিষ্কার করতে হবে-তত্ত্বাবধানে থাকবেন শিক্ষক পত্রটি ডাউনলোড করতে নিচের বক্সে ক্লিক করে মাত্র কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।
পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘ফেসবুক পেজে” লাইক দিয়ে রাখুন।
আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments