Dear visitor, welcome to free downloading blog site. Hope, see you again – thanks (Admin).

সরকারী কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ -এর গেজেট - Download Free Gazettes.

Header Ads

সরকারী কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ -এর গেজেট

সরকারী কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ -এর গেজেট


সরকারী কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ The Government Servants (Conduct) Rules, 1979.

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৩ অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতির সচিবালয়ের জন বিভাগের Notification No. PS/Admn/3(24)/78-1569, তারিখ : ২০ নভেম্বর, ১৯৭৮ এর অধীনে অর্পিত রাষ্ট্রপতির ক্ষমতা প্রয়োগ করিয়া উপরাষ্ট্রপতি এই বিধিমালাটি প্রণয়ন করেন। বিধিমালাটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের ১৮ মে, ১৯৭৯ তারিখের Notification No. 133-L/79 দ্বারা জারি করা হয় এবং একই তারিখে উহা বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়। পরবর্তী পর্যায়ে এস আর ও নং ৩৬৮-আইন/২০০২/সম(বিধি-৪)/শৃঃআঃ১/২০০২, তারিখ : ২৯ ডিসেম্বর, ২০০২ এবং এস.আর.ও. নং ৮৭ আইন/২০১১.০৫.১৭৩, ০২২.০৮.০০.০০২.২০১১, তারিখ: ১৩ এপ্রিল, ২০১১ দ্বারা এই বিধিমালায় কতিপয় গুরুত্বপূর্ণ সংশোধন করা হয়।

 ১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রারম্ভ।- (১) এই বিধিমালা সরকারী কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ নামে অভিহিত হইবে।

(২) ইহা তাৎক্ষণিকভাবে বলবৎ হইবে।

 

সরকারী কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর গেজেট ডাউনলোড করতে নিচের বক্সে ক্লিক করে মাত্র কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।

 



পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘ফেসবুক পেজে  লাইক দিয়ে রাখুন

 

আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে

শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

 

 


 


No comments

Powered by Blogger.