Dear visitor, welcome to free downloading blog site. Hope, see you again – thanks (Admin).

বিদ্যালয় পরিচালনায় বিভাগীয় উপপরিচালকের ৪৬ নির্দেশনা। - Download Free Gazettes.

Header Ads

বিদ্যালয় পরিচালনায় বিভাগীয় উপপরিচালকের ৪৬ নির্দেশনা।

 বিদ্যালয় পরিচালনায় বিভাগীয় উপপরিচালকের ৪৬ নির্দেশনা।


বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা, রাজশাহী বিভাগ, রাজশাহী জনাব শেখ মোঃ রায়হান উদ্দিন অত্যন্ত কার্যকর ৪৬টি দিক নির্দেশনা বিভাগের প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্টদের উদ্দেশ্যে প্রদান করেছেন।

  প্রাথমিক শিক্ষা, রাজশাহী বিভাগ, রাজশাহীর ডিডি’র উল্লেখিত দিক নির্দেশনাসমূহ নিম্নরূপ:

স্কুল গৃহসহ স্কুল আঙ্গিনা সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা; মনিটরিং ও অনার বোর্ডে সঠিক তথ্য সংরক্ষণ করা; সঠিক ফরমেটে রেজিষ্টারাদি প্রণয়ন করাসহ সঠিকভাবে হালফিল করা; রেজিষ্টারাদিতে প্রত্যয়নসহ অফিস সিল ব্যবহার করা; নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে আগমন-প্রস্থান করতঃ প্রতিদিন হাজিরা খাতায় প্রধান শিক্ষকসহ স্বাক্ষর করা; হাজিরা খাতায় নৈমিত্তিক ছুটির হিসাব সংরক্ষণ করা এবং অনুমোদন নিয়ে ছুটি ভোগ করা; সার্কুলার গার্ড ফাইলে সার্কুলারসমূহ সংরক্ষণ করা; বছর ভিত্তিকভাবে স্থায়ী সম্পদের হিসাব সংরক্ষণ করা;  দীর্ঘদিনের পুরাতন, অপ্রয়োজনীয় ও ব্যবহার অযোগ্য যন্ত্রপাতি,গৃহাদি, ফাইল, রেজিষ্টার ও অফিস কাগজপত্রাদি যথানিয়মে নীলামে বিক্রি/অপসারণের ব্যবস্থা করা; ক্যাচমেন্ট এরিয়ার মানচিত্র হালফিল রাখা এবং শিক্ষক সংখ্যানুপাতে এরিয়া বিভক্ত করে দায়িত্ব দেয়া; সঠিকভাবে ও সঠিক নিয়মে শিশু জরিপ করা; বিদ্যালয়ে গমনোপযোগী ৫+ হতে ১০+ বয়সী ক্যাচমেন্ট এলাকার সকল শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করা; বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের তালিকা প্রস্তুত করে এটিইও/এইউইও-এর নিকট প্রেরণ করা; শিক্ষার্থীদের ইউনিফর্ম ১০০% নিশ্চিত করা এবং সম্ভব হলে শিক্ষকদের জন্যও ইউনিফর্ম নির্ধারণ করা। এছাড়া বিদ্যালয়ে পরিচ্ছন্ন, পরিপাটি ও ভদ্রচিত পোষাক পরিধান করা; স্কুলের পরিবেশ আকর্ষণীয়, নিরাপদ ও শিক্ষার্থী বান্ধব করা; অনুমোদিত বার্ষিক পাঠ পরিকল্পনা অনুযায়ী একাডেমিক কার্যাবলী পরিচালনা করা; সকল শিক্ষক কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের সমূদয় পাঠ্যপুস্তক অধ্যায়ন করে সে অনুযায়ী পাঠদান করা; সঠিক মাপ ও রংয়ের জাতীয় পতাকা সঠিকভাবে উত্তোলন করাসহ দৈনিক সমাবেশ সঠিক নিয়মে করা; দৈনিক সংক্ষিপ্ত পাঠ-পরিকল্পনা অনুসরণ করে পাঠদান করা; বিদ্যালয়ে শিক্ষার্থীদের আগমন-প্রস্থান নিশ্চিত করতঃ শাখা ভিত্তিক পাঠদান করা; উপকরণাদিসহ যোগ্যতা ভিত্তিক পদ্ধতি মাফিক পাঠদান নিশ্চিত করা প্রভৃতি।

 

উক্ত ৪৬ নির্দেশনা-

বিদ্যালয় পরিচালনায় বিভাগীয় উপপরিচালকের ৪৬ নির্দেশনা।

 

 

বিদ্যালয় পরিচালনায় বিভাগীয় উপপরিচালকের ৪৬ নির্দেশনা ডাউনলোড করতে নিচের বক্সে ক্লিক করে মাত্র কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।



 

পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘ফেসবুক পেজে  লাইক দিয়ে রাখুন

 

আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে

শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

No comments

Powered by Blogger.