জাতীয় পতাকা উড্ডয়নে যথাযথ পতাকা ষ্ট্যান্ড ও খুঁটি ব্যবহারের নির্দেশনা পত্র।
যেন তেন প্রকারের আঁকা বাঁকা বাঁশের বা কাঠের খুঁটিতে জাতীয় পতাকা উড্ডয়ন করা হচ্ছে। জাতীয় পতাকা জাতির/দেশের প্রতীক ও গর্বের বিষয়। জাতীয় পতাকা উত্তোলনের স্থান, অনুষঙ্গ ও উপযুক্ত হওয়া চাই মর্মে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ১ নভেম্বর, ২০২২ খ্রিঃ তারিখে একটি পত্র ইস্যু করা হয়।
এত জানানো হয় যে, অফিস ও বিদ্যালয়সমূহ পরিদর্শনকালে লক্ষ্য করা যাচ্ছে যে, অনেক বিদ্যালয় ও অফিসে জাতীয় পতাকা উত্তোলন/উড্ডয়নের জন্য যথাযথ পতাকা ষ্ট্যান্ড ও উপযুক্ত খুঁটি ব্যবহার করা হচ্ছেনা। তাছাড়া পতাকার রং বিবর্ণ হয়ে যায়। যেন তেন প্রকারের আঁকা বাঁকা বাঁশের বা কাঠের খুঁটিতে জাতীয় পতাকা উড্ডয়ন করা হচ্ছে। জাতীয় পতাকা জাতির/দেশের প্রতীক ও গর্বের বিষয়। জাতীয় পতাকা উত্তোলনের স্থান, অনুষঙ্গ ও উপযুক্ত হওয়া চাই।
এমতাবস্থায় জাতীয় পতাকা উত্তোলন/উড্ডয়নে উপযুক্ত পতাকা স্ট্যান্ড ও খুঁটি ব্যবহারের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
photo credit: pngtree |
জাতীয় পতাকা উড্ডয়নে যথাযথ পতাকা ষ্ট্যান্ড ও খুঁটি ব্যবহারের পত্র ডাউনলোড করতে নিচের বক্সে ক্লিক করে মাত্র কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।
পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘ফেসবুক পেজে” লাইক দিয়ে রাখুন।
আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments