২০২৩ শিক্ষাবর্ষে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ নির্দেশিকা ডাউনলোড লিঙ্কসহ
২০২৩ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক শ্রেণি, প্রাথমিক স্তর এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ নির্দেশিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশ করা হয়েছে।
নির্দেশিকা অনুযায়ী ২০২৩ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক শ্রেণি, প্রাথমিক স্তর এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পাঠ্যপুস্তক আগামী ২৭ ডিসেম্বর ২০২২ তারিখ থেকে বিদ্যালয় পর্যায়ে বিতরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
২৭ ডিসেম্বর ২০২২ তারিখ থেকে বিদ্যালয় পর্যায়ে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করার জন্য বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত কারিকুলাম/শিক্ষাক্রম অনুসরণ করে এমন সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে।
এ প্রতিষ্ঠানসমূহ নিম্নরুপ:
ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়;
খ) সরকারি মাধ্যমিক /নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংঙ্গে সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়;
গ) স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংঙ্গে সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়/নিম্ন মাধ্যমিক বিদ্যালয়;
ঘ) এনসিটিবির কারিকুলাম/শিক্ষাক্রম অনুসৃত হয় এমন সকল কিন্ডার গার্টেন;
ঙ) পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়;
চ) শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়;
ছ) কিশোর অপরাধ সংশোধন কেন্দ্রের পরিচালিত প্রাথমিক বিদ্যালয়;
জ) সরকারি ও স্বীকৃতিপ্রাপ্ত এতিমখানা ও শিশু পরিবারে চালু প্রাথমিক বিদ্যালয়;
ঝ) বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন কর্তৃক পরিচালিত কিংবা এনসিটিবি অনুমোদিত কারিকুলাম/শিক্ষাক্রম অনুসরণ করে এমন বিদ্যালয়;
ঞ) চা-বাগানের ব্যবস্থাপনায় পরিচালিত প্রাথমিক বিদ্যালয়;
ট) বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা/এনজিও কর্তৃক উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পরিচালিত প্রাথমিক বিদ্যালয়;
ঠ) সরকার কর্তৃক বাস্তবায়িত আবাসন ও আশ্রয়ন প্রকল্পের কমিউনিটি বিদ্যালয়;
ড) স্থানীয় সরকার প্রতিষ্ঠান (যেমন – সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ) কর্তৃক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়;
ঢ) সমাজকল্যাণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত বিশেষ স্কুল (বিশেষতঃ প্রতিবন্ধীদের জন্য);
ণ) পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনস্থ চরজীবিকায়ন কর্মসূচি প্রকল্পের আওতায় পরিচালিত বিদ্যালয়;
ত) উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক পরিচালিত শিখন কেন্দ্রসমূহ;
এতদসংক্রান্ত নির্দেশিকাটি ডাউনলোড করতে নিচের বক্সে ক্লিক করে মাত্র কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।
পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘ফেসবুক পেজে” লাইক দিয়ে রাখুন।
আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments